প্রবাসী শ্রমিকদের আর্তনাদ

এই লকডাউনে দেশের আনচে কানাচে লাখ লাখ শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে আছেন। কাজ নেই, টাকা নেই, খাবার নেই। অনির্দিষ্ট কালের জন্য তাঁদের ঘরে ফেরা আটকে গেছে। সারাক্ষণ একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তাড়া করে বেড়াচ্ছে তাঁদের।

by সুকান্ত ঘোষ | 14 May, 2020 | 1116 | Tags : lockdown migrant labour covid 19 pandemic